কবিতা

আমি কাঁচা মরিচ – মনির সরদার

আমি কাঁচা মরিচ দেখতে ছোট
কিন্তু ঝাল বেশি
তাই সবাই আমাকে মূল্যহীন ভাবিস।

রেস্তোরাঁয় কিংবা বিয়েতে সাল্লা হিসাবে ও ফুচকায় আমায় সবখানেই দরকার,
গ্রাম, শহর, বিদেশ বন্ধর, চাইনিজ ফাইভ স্টারে আমি ভিটামিন।

সবাই আমায় কদর করে সবসময়
তাই তো আমার মূল্য এখন এক হাজার।

তুচ্ছ তাচ্ছিল্য যা করেছো আমায় মনে করেনি আমি,
তাই তো আমি বাজারে সবচেয়ে সেরা দামী।

বিশ্বের মাঝে অন্যতম কাঁচা মরিচ গুরুত্বপূর্ণ আমি
ঝালে ঝালে পুড়ে মরবি বলতে পারবি না জানি।

মধ্যবিত্ত, গরীব যারা আমার দাম শুনে শুধুই কাঁদছো
এক সময় তোমরা আমায় রেখেছো অবহেলায়।

রান্না বান্নায় সময় আমায় করেছো অপচয়
এখন আমি কাঁচা মরিচ সিন্ডিকেট মাধ্যমে পেয়েছি পরমেশন।

কতো মানুষ আমায় নিয়ে করে কারা কারী শেয়ারবাজারে কেতাদের মাঝে দাম কষাকষি,
আমি যে সবুজ রঙের কাঁচা মরিচ।

Related Articles

Back to top button