কবিতা

কদম ফুলের গন্ধ — মনির সরদার

 

বৃষ্টি রোদের আলোর খেলায় কদম ডালে ফুটেছে কত ফুল
আমি তোমাকে ভালোবেসে করেছি কতো ভুল।

বছর ঘুরে বর্ষা এলো পানির নাই যে দেখা
তবুও তো লোড কাদা হয় তোমার সঙ্গে দেখা।

বৃষ্টি রোদের আলোর খেলায় ভেঙে যায় যে স্বপ্ন
কদম ডালে ফুলের আনমনে তোমাকে রাখি মন পিঞ্জরে।

বর্ষা এলে ফাগুন মনে কদম ফুলের গন্ধ
নিবো আমি তোমাকে সঙ্গে উষ্ণতার অনুরাগে ।

বৃষ্টি রোদের আলোর খেলায় দুচোখ ভরে জমে অনুভূতি
তবুও তোমাকে পাই না খুঁজে ভুল সাগর পথে।

কদম ফোটে ডালে ডালে নয়া প্রেমের মনে
ভালোবাসা পাই না খুঁজে একা আমি ঘরে।

ভুল করেছি প্রেম করেনি এই না বর্ষা মৌসুমে
কদম ডালে পাখি বসে নতুন প্রেমের আগমনে।

কিঞ্চি হৃৎপিণ্ড দুর্বল রক্তক্ষরণ
অনুভবের দুচোখ দিলো তোমায় দেখে হেঁসে
তোমার কোলে ফিরবো আমি অভিযোগ যাবে মুছে।

বৃষ্টি রোদের আলোর খেলায় তোমায় দিবো কদম ফুল
ভুল করিলে সব হারাবে দিবে প্রেমের মাশুল।

বছর ঘুরে বর্ষা এলো কদম ফুলের গন্ধ
নাকে নাকফুল কানের দুল সবসময় আমরা দুজন করি ভুল।

Related Articles

Back to top button