কবিতা

গুঁড়িগুঁড়ি বৃষ্টির ফোটা – গোলাপ মাহমুদ সৌরভ

 

বর্ষার জলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির ফোটা
শালুক পাতায় ব্যাঙের ছানার ডং,
রোদ বৃষ্টির ছলে খেঁকশিয়ালের বিয়ে
আকাশের বুক ছিঁড়ে সাত ধনুর রং।
মুক্ত বাতাসে গাছের সবুজ পাতা দুলে
প্রজাপতি উড়ে বেড়ায় ফুলে ফুলে,
হাত বাড়িয়ে বৃষ্টির স্পর্শ জানালা খুলে
গাংচিল উড়ে আকাশে ডানা মেলে।
খেয়াঘাটে যেন মাঝির নৌকো বাঁধা
ডিঙি নৌকা চড়ে জেলেরা ধরে মাছ,
মাঠে মাঠে রাখাল চড়ায় গরু মহিষ
ঝিরিঝিরি বৃষ্টির জলে কৃষাণের চাষ।
ছোট ছোট ছেলে মেয়ের মুখভরা হাসি
জমির হাঁটু জলে মাছ উজা রাশি রাশি
ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় সাদা বকের হাঁক
ঘরের কোণে কিচিরমিচির চড়ুই পাখির ঝাঁক।

Related Articles

Back to top button