কবিতা

ধান ফুল — মনির সরদার

 

তুমি ফিরে এসো আমার হৃদয় নগরে,
মন ছুয়ে তোমায় পরিয়ে দিবো ধান ফুলের মালা।।

তুমি ফিরে এসো বউ হাওয়ার স্পর্শে তোমায় ভালোবাসবো
ধান উড়াইবে তুমি অচেনা প্রেমের পথে।

তুমি ফিরে এসো আমার মায়ার বাঁধনে
তোমার জন্য এনেছি আমি নয়া ধান ফুলের সুবাস ছাড়া মালা।

তুমি ফিরে এসো বউ তোমার জন্য যত্ন করে রেখেছি আমি অনুভূতির আবেগ ,
মন দেশের শত অভিমান অভিযোগে রাখো আঁচল বিছানা বিছিয়ে।

তোমার নিঃশব্দের কথা তো আমি কখনো বুঝিনি
জমি চাষ করেছি আর তোমার জন্যেই প্রেম রেখেছি।

তবু কোন ভুল প্রেমের গল্প কবিতা তো লিখেনি
সোহাগি বউ তুমি পিছু ফিরে দেখলেনা আমায়।

রেখেছ তুমি শুধুই মিথ্যে ভালোবাসার অভিযোগ
তুমি ফিরে এসো তোমায় ছাড়া মনের ডাইরিতে নিঃস্ব লাগে,
কাশফুল নয় রজনীগন্ধা নয় তোমাকে দিবো আমি চেনা পথ ধারে প্রেম ফুল।

বউ তুমি মনে রেখো সেই প্রেম রেখেছি ধরে,
তোমার জন্য তুলে রেখেছি অন্তরে,
তোমার জীবন মায়াজালে আমি যে বাঁধা পড়েছি
তুমি কখনই জানোনা।

তুমি ফিরে এসো বউ তোমাকে ছুঁয়ে দিবো স্বাদের ভিন্ন অনুভবে,
ধান উড়াইবে ধান ফুলের মালা পড়িয়ে চিনা পথের প্রাণন্তে।

তোমায় মনে পড়ে শ্রাবনধারা নীরব চোখের ভিড়ে,
আমি আসবো জমি চাষ শেষে তোমার বুকে।

Related Articles

Back to top button