কবিতা

স্বাধীনতার ঝড় -সৌরভ আহমেদ শ্রাবণ

থর-থর করিয়া কাঁপছে ওই ইসরাইলের ঘাঁটি,
ধূলি-বালি মুছে করিয়াছে ফিলিস্তিন পরিপাটি।
সাচ্চা মুমিন ঈমানের তরে সাজে তাজা প্রাণ,
তাইতো তাদের রক্তে ছড়িয়াছে মধুর সুঘ্রাণ।
জাগিয়া উঠেছে ফিলিস্তিনে সকল মুসলমান,
দূর মিনারে আসছে ভেসে মুক্তির সে আযান ।
বিজয়ী ঝান্ডা হাতে জেগেছে ওই শত বেদুইন,
মৃত্যুর মিছিলে জীবন দান করিয়াছে অমলিন।
জালিমের হাতে বন্দি শত-শত মুসলিম জাতি,
আসবে সুদিন দূর করিবে ভয়াল কালো রাত্রি।
ভেঙে দিবে বিষদাঁত ওরে,শত্রুর যত অপশক্তি,
জীবন মায়া নেই ওদের মৃত্যুর সাথে টানে ইতি।
জন্মের পরেই দেখেছে হায়নাদের কালো থাবা,
তাইতো প্রাণের মায়া নেই,চায় না রঙিন আবা।
বাঁচলে গাজী মরলে শহীদ তারা চায় শুধু মুক্তি,
এটাইতো তাদের চাওয়া পাওয়া জীবনের চুক্তি।

(সংক্ষিপ্ত)

Related Articles

Back to top button