কবিতাকবিতার ঝুড়ি

নজর না লাগুক – মনির সরদার

 

তোমার ঐ চাঁদনী রূপে
কারো নজর না লাগুক
আমি তোমার কপালে
প্রেমের কালো টিপ পড়িয়ে দিলাম।

তোমার চোখে কারো
নজর না লাগুক
আমি তোমার দু’চোখের পাতায়
ভালোবাসার কাজল আঁখি লাগিয়ে দিলাম।

তোমার প্রেম অঙ্গে কারো
আবেগ না লাগুক
তাই আমি তোমার প্রেম অঙ্গে উষ্ণতা অনুভব জড়িয়ে ধরলাম।

সময় বদলে যাওয়ার নিয়মে
তুমি যেন না বদলে যাও
আমি সবসময় তোমার সঙ্গে
বর্ণমালার সবগুলো শব্দে হারাই।

তোমার ঠোঁটের হাসিতে
কারো নজর না লাগুক
তাই আমি তোমার অনুভূতির
হাসিতে লুকাই।

তোমার হাত ধরার কারো দায়িত্ব
না পড়ুক
তাই আমি তোমার হাত আগেই ধরেছি।

তোমার ইচ্ছেগুলোর সঙ্গে
কারো ইচ্ছে না মিলুক
তাই আমি তোমার হৃদয়ে
আমার ইচ্ছেগুলো দিয়ে রেখেছি।

তোমার পথ হাঁটার মাঝে
কারো নজর না লাগুক
তাই আমি তোমার হাঁটার সময় নজর দিয়ে রেখেছি।

Related Articles

Back to top button