প্রবন্ধ

তুমি কী মা ছিলে – আল-আমিন(হিমু)

 

মা আমাকে চিনতে পেরেছো?

ও ও চিনতে পারোনি!

মনে পরে না ঐ রাতের কথা।
কী অপরাধ ছিল আমার??
আমি কী জোড় করে এই পৃথিবীতে আসতে চেয়েছিলাম??
আমি তো বলিনি আমায় জন্ম দাও।
সেদিন যখন এক নিঝুম রাতে আমাকে জন্ম দিলে। চোখ খুলতেই দেখি চারদিক অন্ধকার। তুমি পাশে নেই মা,মা ওমা বলে কান্না করতে লাগলাম।
ভাবলাম তুমি তো মা ঠিক কান্না শোনে আমার কাছে আসবে কিন্তু তোমাকে পাশে পেলাম না। তখন কান্না শুনে কয়েকটা কুকুর ছুটে আসলো। আমার শরীরে তখনও রক্তমাখা ছিল। তুমি আমাকে একটি নোংরা কাপরের তেনা দিয়ে ঢেকে রেললাইনে রেখে গেলে।
কুকুর গুলো আমাকে দেখে যখন ঘেঁউ ঘেঁউ করতে লাগলো। তখন একটা দুটো নয় কয়েকটা কুকুর আমার কাছে আসলো। তদের ক্ষুদা মেটাবে। কিন্তু রেললাইনে থাকা ঐ পাগলিটা ছুটে আসলো। আমার কাছে বসে অঝরে চোখের পানি ফেলতে লাগলো। হয়তো তারও মনুষ্যত্ব জেগেছিল তখন।
কিন্তুু তুমি ছি!ছি! মা ছি!
তাকে দেখে কুকুর গুলো চলে গেল। ততক্ষণে নিঝুম কেটে রবি উঠে গেল। লোক জন আমাকে ঘিরে নিলো চারদিকে লোকে লোকান্তর হলো। কিছু লোক পাগলিটাকে ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দিলো।আমি তখনো চিতকার করে কান্না করতেছিলাম। কেউ আমাকে কোলে তুলে নিলো না। বরং লোকে কানাকানি করতে লাগলো হয়তো কোন বেশ‍্যা রাতের আধারে রেখে গেছে।
এ সমাজ আমার নাম দিলো জারজ সন্তান।
কিন্তুু আমার অপরাধ কী??
কী দোষ করেছি আমি??
কিছু সময় পর সবাই সবার কর্মক্ষেত্রে চলে যেতে লাগলো। বিদুৎ এর তারে কাক গুলো কাঁ কাঁ করতে লাগলো। আমার দেহ থেকে গন্ধ বেড় হতে লাগলো। ততক্ষণে প্রান পাখিটা উপরে চলে গেছে।

জানি না কাকে ভালোবাসতে।
কার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমায় জন্ম দিলে।
ঐ লোকটা না হয় অমানুষ ছিল তুমি তো মা।
তাহলে কেন এমন করলে??
কেন জন্ম দিলে আমার??
তোমার যৌনতা যদি এতই তবে তুমি ধর্ষিতা হতে,
তুমি যদি বেশ‍্যা হতে।
তাহলে কেন আমায় জন্ম দিলে??
ক্ষণিকের সুখ পেতে আমার কেন জন্ম দিলে??
যানি না আমার মতো আরো কত পাপের সন্তান জন্ম দিয়ে রেখে গেছ এই রেললাইনে।
জন্ম দিয়েছো, তবে কেন রাতের আধারে রেললাইনে রেখে গেলে।
শুনেছি পৃথিবীতে একমাত্র মা ই নাকি নিরস্বার্থ ভাবে ভালোবাসে। মা নাকি সন্তানকে কখনো ছেড়ে যায় না। মা নাকি সন্তানকে কখনো কষ্ট দেয় না।
তাহলে তুমি কী মা ছিলে না??

মন্তব্য :আসলে জন্ম দিলেই মা হওয়া যায় না। মা হতে গেলে মায়ের মতো ভালোবাসতে হয়।মায়ের অধিকার করে নিতে হয়। পৃথিবীতে অনেক নারী আছে যারা সন্তান জন্ম না দিয়েই মা হয়েছে। আবার অনেক নারী আছে সন্তান জন্ম দিয়েও মা হতে পারেনি তারা হয়েছে বেশ‍্যা নয়তো দেহ ব‍্যবসায়ি।
আপনাদের কাছে প্রশ্ন উপরক্ত মহিলাটি কী আসলেই মা ছিল??

Related Articles

Back to top button