কবিতাকবিতার ঝুড়িগুচ্ছ কবিতা

মনির সরদারের কবিতা – ঘুম

নিপা তুমি আমার রাতের ঘুম
তবু তোমায় নিয়ে জোৎস্না রূপে
স্বপ্ন আঁকা আমার মনের গহীন স্টেশনে।

নিপা তুমি আমার আত্মার সুখ
তবু তোমায় নিয়ে ঘর বাধি আমি হৃদয় কোণে।

নিপা তুমি আমার খোলা আকাশ অনুভূতি
কখনো আমি সূর্য দেখিনা
তোমার মায়াবতী রূপ লাবণ্য দেখি বলে।

নিপা তুমি আমার অনুভবের
প্রেম হাসি
তবু তোমার সঙ্গে আমি হাসতে পারি না দূরে আছো বলে।

নিপা তুমি আমার দিন থেকে রাত্রি
আমি যে তোমার সময় জানিনা
উষ্ণতায় লিখবো কি করে কবিতা।

নিপা তুমি আমার ঘুম ভাঙ্গা ভোরের আলো
কাব্য রূপে সাজো তুমি
আমার ঘর আঙিনায়।

নিপা তুমি আমার তৃপ্তির
আদর দুষ্টুমি ভালোবাসা
তবু তোমায় পাবো কিনা রেজিষ্ট্রেশন করে আমি জানিনা।

নিপা তুমি আমার ফুটন্ত গোলাপের সুগন্ধি
তবু তোমায় দেখিনা আমি
দু’চোখে তুমি কি জানো।

নিপা তুমি আমার কবিতা লেখার প্রতিটা লাইন
তবু তোমার শব্দ খুঁজি
আমার মনের ভাব প্রকাশে।

নিপা তুমি আমার অনিচ্ছুক
প্রেমের মায়া জাল
তবু তোমায় নিয়ে আমি
স্বপ্ন দেখি ঘুমের ঘরে।

Related Articles

Back to top button