কবিতা
Trending

অতীতের নীড়

আল জাবির আহমেদ

অতীতের নীড়
আল জাবির আহমেদ

অরণ্যে যার হাসি মাখা মুখ
তারুণ্যে বিষের সুর
সময়ের তটে পাশ কেটে যায়
যৌবন বহুদূর।

এ সময় কি আর আসিবে ফিরে
সুখের সত্য নীড়ে
মাঠে মাঠে যেই গিয়াছে সময়
সূর্য-ডুবির তীরে?

খেয়া ঘাটে আর ভিড়ে না খেয়া
বালিকারাও নেই তীরে
ইট পাথরের সেতুগুলো যেই
রাখিয়াছে নদ ঘিরে।

ঐতিহ্যতার বিলুপ্তি প্রায়
মলিন বইয়ের বানী
আমার অতীত কল্প সুখী
স্বপ্নপুরীর রানী।

Related Articles

Back to top button