কবিতাকবিতার ঝুড়ি

নিহার বিন্দু বিশ্বাসের কবিতা – ঘুর্ণিপাকে জীবন কাঁপে

 

সময়ের কলম মুখে কাঁদে
যৌবনের সব সুখ বিলায়ে।
তবু, হাসে সাহস নিয়ে মৃত্যুদন্ড কাঁধে নিয়ে
সেবিকা সেজে আসছে রাতে
কলমি দলে খালেবিলে, স্রোতের নিশান গায় মাখিয়ে।

অযথা, এক যুবক এসে
দল পাকিয়ে নষ্ট করে,মনের ভ্রমে- ক্রমে ক্রমে!
সবুজ বনে আগুন লাগে চিতায় গিয়ে আঙ্গার জ্বলে
শক্ত হাতে ম্যানেজ করে পথভ্রষ্ট অসভ্য ঘুম।
ছাদ বাগানে বুকের উপর
ভ্রমর গিয়ে মধু চুষে পুষ্ট হয়ে ক্ষতি করে
স্বাভাবিক সব জীবন যতো।

কলমযোদ্ধা লিখতে গিয়ে
হোঁচট খেয়ে আসছে ফিরে
নিরপেক্ষ নেই কোথাও সরষের মাঝ ভূত রয়েছে।
আমরা সবে ঘুরছি দেখি
কান নিয়েছে চিলে বুঝি!
এমন চক্রে সমাজ ঘুরে
হরহামেশা ঘোলাজলে, দেখছি চেয়ে জীবন মাঝি।

অথর্ব আজ সমাজপতি, জীবনটাকে খাচ্ছে খুঁড়ে।
নিরীহরা যাচ্ছে মরে অপমানের ঘর্ণিপাকে।

Related Articles

Back to top button