ছড়া

সারমিন চৌধুরী – কুয়াশার আদর

বৃষ্টির মতোন অঝোরে ঝরে পড়েছে
ফুরোয় না কুয়াশার আদর।
কুমড়ো লতা চাংগারি বেয়ে চলেছে
যবুথবু ঝিমাচ্ছে ওলি নগর।
মাতাল হাওয়া মনকে চুরি করেছে
এলোমেলো মাথার কেশর।
হলুদ সরিষা ফুলে মাঠ ছেয়ে গেছে
নাকে দুলে উঠে ছোট্ট বেশর।
শিশির কণা দূর্বাঘাসে ঝরে পড়েছে
মেঘের পায়চারীতে দিবাকর।
শীতের থাবা মেলেছে দিক-দিগন্তে
পরেছে দাদু ভাই খদ্দর চাদর।
দু’ঠোঁট ফেটে মাঠের মতোন চৌচির
থরথরিয়ে কাঁপছে পশুপাখি।
উনুনের শিখায় ছেঁকছে শবদাহ হাত
চির-গুড় খাচ্ছে মুরিতে মাখি।
সূর্য উঠবে অরুণ-রাঙ্গা আলো নিয়ে
গন্ধরাজ ফুটে উঠবে বাগানে।
গামছা বেঁধে ছুটবে কৃষক মাঠ পানে
চাঞ্চল্যতা ফিরবে জনজীবনে।

Related Articles

Back to top button