ছড়া

কাঁপন রুখে সবাই মিলে – রানা জামান

হাড়কাঁপানো শীত পড়েছে
গাঁয়ের মতো এবার ঢাকায়,
সাইবেরিয়ার তুষার জমছে
বস্তিবাসীর আয়ের চাকায়।

হালকা বেড়ার গহ্বর গলে
সফেদ ভালুক খানায় ঢুকে,
ছেঁড়া কিংবা পাতলা কাঁথায়
শীতের ঠেলায় যাচ্ছে ধুঁকে।

সন্তানগুলোর নাকের ভেতর
বইতে থাকে সর্দির ঝরনা,
শীতল গলায় মাতা বলেন,
বাছা, খানিক সহ্য কর না!

আজ না হলে দেখবি কালকে
রোদটা উঠবে তেজে অনেক,
শীলার মতো শীতটা তখন
থাকবে না তো গায়ে ক্ষণেক।

শীতের কালটা বস্তিবাসীর
প্রত্যেক বছর এমন কাটে,
কাঁপন রুখে সবাই মিলে
ভবিষ্যতের রাস্তায় হাঁটে।

Related Articles

Back to top button