ছড়া

হলুদ ফুলের মিষ্টি গন্ধ – রানা জামান

যেদিকে চাই সকল ক্ষেতে
সর্ষে ফুলের রাশি,
কোমল ফুলের পরশ পেয়ে
অধর টিপে হাসি।

হলুদ ফুলের মিষ্টি গন্ধে
হৃদয় থাকে ভরে,
চলতে গিয়ে খানিক থেমে
সংস্পর্শে যাই ধরে।

সর্ষে ফুলের সুবাস পেয়ে
ভ্রমর আসে উড়ে,
গুণগুনিয়ে গানের সুরে
ফুলকে ঘিরে ঘুরে।

একটা ফুলে বসার পরে
আরেক ফুলে বসে,
এমন ভাবে ভ্রমর সকল
পেটটা ভরে রসে।

ফুলের সাথে অলির প্রেমে
ঘটে বিশেষ কাণ্ড,
পরাগ যোগে সর্ষে দানায়
ভরায় চাষীর ভাণ্ড।

Related Articles

Back to top button