কবি পরিচিতিবইমেলায় বইসাহিত্য সংবাদ

কবি সৌরভ আহমেদের বই মা মাটির দেশ

মুক্তকথন

অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে প্রকাশিত বই। কবি সৌরভ আহমেদ শ্রাবণ এর একক কাব্যগ্রন্থ ”মা মাটির দেশ” বইটিতে বিভিন্ন বিষয়ের কবিতা রচনা করা হয়েছে। প্রেম-বিরহ, প্রকৃতি, প্রভুর প্রতি আনুগত্য,সমাজের অসঙ্গতি,দেশপ্রেম,স্বাধীনতা নিয়ে কবিতা রচনা হয়েছে।‌ কবি নিখুঁত ভাবে কাব্যগ্রন্থটিতে মানুষের কল্যাণমূলক কবিতা রচনা করেছেন, সহজ সরল বাংলা মাতৃভাষায় ‌। আশা করছি পাঠকদের মনে জায়গা করে নিবেন বইটি। কাব্যগ্রন্থটি প্রকাশনা করেছেন নব সাহিত্য প্রকাশনী,ঢাকা। উক্ত কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪ , নব সাহিত্য প্রকাশনীর ৩৮৪ এবং ৩৮৫ নম্বর স্টলে, সোহরাওয়ার্দী উদ্যান,ঢাকা। এবং রকমারী ডটকমে। সকল বই পাঠকদের জন্য থাকছে অবিশ্বাস্য ছাড়।
পেশাগত জীবনে কবি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি কিশোরগঞ্জ জেলা সদর থানা অন্তর্গত বিন্নাটি ইউনিয়ন,বুড়ির চর গ্রামে জন্মগ্রহণ।

Related Articles

Back to top button