কবি পরিচিতিবইমেলায় বইলেখকসাহিত্য সংবাদ

বই মেলায় পাওয়া যাচ্ছে মুহাম্মদ নূর ইসলামের দুইটি বই

মুক্তকথন প্রতিবেদন

মুহাম্মদ নূর ইসলাম রাজশাহী জেলার বাঘা উপজেলায় ১৫ অক্টোবর ১৯৯৬ খ্রিস্টাব্দে বাউসা ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মুহাম্মদ ইয়াকুব আলী ও মাতা বেগম নূর জাহানের চার পুত্র সন্তানের মধ্যে তিঁনি তৃতীয়। স্কুল পালানো স্বভাব না থাকলেও প্রাথমিক ও মাধ্যমিকে পড়েছেন একাধিক স্কুলে, মাস্টার্স করছেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে। কিশোর বয়সে তাঁর লেখালেখির শুরু, লিখেছেন শিশু কিশোরদের জন্য শিক্ষামূলক মজার মজার ছড়া, কবিতা, গল্প ও প্রবন্ধ। যৌবনে তাঁর কলমে ফুটে উঠেছে প্রকৃতি, প্রেম, বিরহ, দ্রোহ ও জীবনমুখী বহু লেখা। মানুষের বিবেকের দ্বার খুলে দিতে আজীবন কলমের হাতুড়ি চালাবেন, এটা তাঁর আমরণ অঙ্গীকার। ২০২০ খ্রিস্টাব্দে (মৃত) ভাইয়ের স্মরণে প্রতিষ্ঠা করেন ❝আলামিন স্মৃতি পাঠাগার।❞ প্রকাশিত গ্রন্থ: ইরিক বিরিক ছড়ার হিড়িক— ২০২৩, প্রিয়ন্তী— ২০২৪। সম্পাদনা করেছেন “রাজপথ থেকে রণক্ষেত্র” সহ মোট পাঁচটি কাব্যগ্রন্থ।

ইরিক বিরিক ছড়ার হিড়িক, লেখক: মুহাম্মদ নূর ইসলাম, প্রকাশ : ২০২৩, প্রকাশনা: ইন্তামিন প্রকাশন, মূল্য : ২০০/ টাকা, প্রচ্ছদ: মোঃ ইউসুফ, ছড়া রয়েছে ৫৭ টি, বইটি পাওয়া যাবে ২০২৪ বইমেলায় ১৭২-১৭৩-১৭৪ নং স্টলে।

 

বই: প্রিয়ন্তী
লেখক: মুহাম্মদ নূর ইসলাম
প্রচ্ছদ: শামীম আরেফীন
ধরণ: রোমান্টিক কাব্যগ্রন্থ
প্রকাশনা: ঘাসফুল
প্রকাশক: মাহ্দী আনাম
মুদ্রণ মূল্য: ১৬০/- টাকা
প্রকাশ: ২০২৪ সাল
প্রাপ্তি স্থান: ঘাসফুল প্রকাশনার ১৪৭-১৪৮ নং স্টল এবং অনলাইন বুকশপ।
বইটিতে কবিতা রয়েছে ৩৪ টি।

Related Articles

Back to top button