ছড়া

ভীষণ শীত – হা.ক্বারী মঈন উদ্দিন 

 

চতুর্দিক প্রায় কুয়াশায় ঘেরা
গাইছে পাখি গীত,
ঠান্ডায় খুব কাপছে শরীর
পরছে ভীষণ শীত।
শীতের দিনে ভালো লাগে
লেপ তুষকের উম,
আরো লাগে পাইলে একটু
 সূর্য্যি মামার চুম।
শীতের সকাল খুব মনোরম
যে দিক থাকাই ধোঁয়া,
সালাত শেষে সাদা ধোঁয়ায়
পাই রহমের ছোঁয়া।
শীত আর গরম সবই হলো
আল্লাহ’র নেয়ামত,
কখন কি লাগে জানেন তিনি
সবই প্রভুর কুদরত।
আবহাওয়ার এমন নিয়ম
 মালিক নিজেই করেন,
যখন মোদের যা প্রয়োজন
সবই তিনি দেন।

Related Articles

Back to top button