ছড়া

নতুন শিশুর অবোধ কথা – রানা জামান

 

জন্ম নেয়া নতুন শিশুর
নাদুসনুদুস মুখ,
অবোধ কথার তুবড়ি শোনে
মনে আসে সুখ।

হাত-পা নেড়ে যতো বলে
ততো চোখে রং,
অধিক কথা শোনার জন্য
সবাই সাজে সং।

এই ভাষাটা মায়ের ভাষা
সবাই করে দান,
ঘুমের ছড়া ভূতের গল্প
কিংবা পরীর গান।

মায়ের ভাষা পুরায় আশা
বলি যতো ক্ষণ,
শকুন থাবা মারলে ভাষায়
ক্ষোভে ভরে মন।

ভাষা রক্ষায় শহীদ যারা
সবার মাথার তাজ,
মায়ের ভাষার সম্মান রাখা
এখন সবার কাজ।

Related Articles

Back to top button