ছড়া

মা – হা.ক্বারী মঈন উদ্দিন 

মা গো তোমার ঋণ পরিশোধ
করার মত নয়,
যতই করি তোমার খেদমত
তবুও যেন রয়।
ক্ষণে ক্ষণে আমায় নিয়ে
চিন্তা করো তুমি ,
কোথায় আছি কেমন আছি
ভালো কিনা আমি।
আমার কস্ট দেখলে তোমার
কস্ট লাগে বুকে,
পানির সাগর দেখি তোমার
অশ্রু ঝরা চোখে।
মায়ের মুখটা সু নজরে
একবার যদি দেখি,
আল্লাহ বলেন পাবে তুমি
কবুল হজ্জের নেকি।
মা গো তুমি অনন্য
তুমি অপরূপা,
তব কোলে শান্তি মিলে
ওগো প্রাণের মাতা।
ভালো লাগে তোমার মুখের
মিষ্টি মাখা হাসি,
আল্লাহ রাসূল পরেই আমি
তোমায় ভালোবাসি।

Related Articles

Back to top button