প্রবন্ধ

রবিন মৃধা’র লেখা – বক ছানা

আলম সাহেব  একদিন লক্ষ্য করে  বাচ্চারা কেন যায় প্রতিদিন বাঁশ ঝাড়ে।। একদিন আলম  বাঁশ ঝাড়ে গিয়ে দেখে বক দম্পত্তি দুটি ডিম রেখেছে পেরে।। আলম ভাবে বাচ্চারা হয়তো এই বাসাটা ভেঙে দিতে পারে,
আর তাই সে বাচ্চাদের  বাঁশতলায় যেতে বারণ করে।
দুদিন পরে ডিম ফুটে বেরিয়ে আসে দুটো ছানা।
তাই দেখে আলম সাহেবে মন খুশিতে আটখানা।
হঠাৎ একদিন গিয়ে আলম দেখে বাচ্চারা খিদে করছে আহাজারি।
কারণ তাদের মা-বাবাকে বেঁধে রেখেছিল এক দুষ্ট শিকারি।।
আলম তখন ভাবে হায় এখন করি কি উপায়
তখনা এক বুদ্ধি এলো বক ছানা নিয়ে সে বাসায় গেল
ছানা গুলো ছিল এতই ছোট পারে না তারা নিজে খেতে
আর তাই আলম সাহেব খাইয়ে দিতো নিজ হাতে।
বেশ কয়েক সপ্তাহ পর ছানাগুলো পুরোপুরি উড়তে শিখে গেল
আলম মনে মনে বলে এবার বুঝি তাদের নিজ গন্তব্যে যাওয়ার সময় হলো।

Related Articles

Back to top button