ছড়া

পরিযায়ী পাখি – হানিফ রাজ

শীতের কালে হরেক পাখি
বাংলাদেশে আসে,
জলধারে লেকের পাশে
থাকে পরবাসে।
সকাল সাঁঝে গাছের শাখে
কিচিরমিচির ডাকে,
হাওর-বাওর-বিলে- ঝিলে
উড়ে ঝাঁকে ঝাঁকে।
এদিক ওদিক ঘুরেফিরে
বিদেশি ওই পাখি,
রঙ বেরঙের পাখি দেখে
জুড়ায় দুটি আঁখি।
অতিথি ওই পাখিগুলি
বাড়ায় দেশের শোভা,
দেখে কী যে লাগে ভালো
দারুণ মনো-লোভা!
প্রতিবছর আসে তারা
পরিযায়ী বেশে,
শীতের শেষে নাড়ীর টানে
ফিরে আপন দেশে।

Related Articles

Back to top button