ছড়া

তনুর স্বপ্ন – শুভজ্যোতি মন্ডল মানিক

শহর হতে তনুর চিঠি
সন্ধ্যা বেলার ডাকে,
ডাকপিয়ন পৌঁছে দিলো
বাবাকে তাঁর ডেকে।
প্রণাম নিও বাবা তুমি
দেখে রেখো মাকে,
ক’দিন বাদে ফিরবো বাড়ি
ফেব্রুয়ারির দিকে।
দেশের সেবায় নাম লেখাবো
হাজার স্বপ্ন চোখে,
ভাইকে করবো মস্ত মানুষ
বোনের বিয়ে ঘর-বর দেখে।
ফেব্রুয়ারির শেষের দিকে
ভাষার যুদ্ধ বেজে উঠে,
মায়ের ভাষার মান রাখতে’ই
পথে নামে একজোটে
জারি হলো ৪৪ ধারা
পাক শোষকের ইন্ধনে,
রাষ্ট্রভাষা উর্দু হবে
জিন্নাহ্ বলে ভাষণে।
গর্জে ওঠে ছাত্র সমাজ
তনু’ও ছিলো ঐ দলে,
রাষ্ট্র ভাষা বাংলা চাই
মিছিল এগিয়ে চলে।
ফেব্রুয়ারীর ২১ তারিখ
৪৪ ধারা ভেঙে পড়ে,
মিছিলে থাকা ছাত্র ভিড়ে
পুলিশ গুলি ছো’ড়ে।
মৃত্যুর কোলে তনু সহ
বহুজন’ই ঢলে পড়ে,
ফিরলো তনু কাঁধে চড়ে
সাদা কাপড় মু’ড়ে।
প্রিয়জনের কান্নার সুরে
বাড়ির উঠোন ভরে,
তনুর স্বপ্ন ঘুমিয়ে গেছে
মাতৃভাষার তরে।

Related Articles

Back to top button