কবিতা

মিত্র – কবি মাহিন মুর্তাজা 

 বুকে শ্রেষ্ঠ প্রাপ্তি তুমি মিত্র
সারা প্রহর সাঙ্গ করে একেঁ দিয়েছো ভরসার চিত্র।
আমার দুঃখে দুঃখী হয়ে, বাড়িয়ে দিয়েছো দুহাত
দুঃসময়ে আলো জ্বেলে স্বস্তি দিয়েছো অঘাত।
ভ্রাতৃত্বের সত্তর কাঠায় ঠাই দিয়েছো মোরে
কলহ-বিবাদ ঢেউয়ের মতো ঠেলে দিয়েছো দূরে।
আমার শোকে চোখের অশ্রু ফেলেছো যে কত
মোদের দেখে গাঁও-গ্রামের জনগণ বাহবা দেয় শতশত।
ধন্য হয়েছে জীবদ্দশা, ধন্য হয়েছে ধরা
শেষ প্রহরেও দিও তুমি, মিত্রের ডাকে সারা।
৬০ বছরেও টং এ বসে আড্ডা দিব, ইহা মোর বাসনা
মরে গেলেও স্মরণ করো, ইহাই মোর যাতনা।

Related Articles

Back to top button