কবিতাকবিতার ঝুড়ি

কবি নই আমি – প্রহ্লাদ কুমার প্রভাস

নিতান্তই  অবুঝ আমি, মুর্খ আমি নই তো কোন কবি।
ঈশ্বর ভরসা মোর, কাটে যদি জীবনও ঘোর হবে স্বপ্ন পূরণ সবি।।
থাকি তাঁরই পদতলে, চাইলে সবি হবে তাঁরই  আশিস পেলে।
সাহিত্যের নিগূঢ় ধারা, জানতে হই পাগল পারা ভিজতে চায় শুধু তারই জলে।।

কবি নই শুধু মানুষ, বাস্তবতা তুলে জাগাতে চাই হুশ নির্মম এই বিশ্ব।
কত বৃত্তমান, শক্তিতে বলবান করিছে অসহায়, দরিদ্রের নিঃশ্ব।।
কতই না অসৎস মা, সন্তান কে দেখে না জাগাতে চাই তাদের মানবতা।
আছে আবার সন্তান কত, বৃদ্ধ পিতা-মাতাকে কষ্ট দেয় অবিরত কর্তব্য ঠিক জানে না।।

মানবপ্রেম আর বাস্তবতা, জাগাতে চাই মনুষ্য চেতনা।
পড়ে থাকা বৃদ্ধ, বণিতা কত, দূর করতে চাই তাদের যত দুঃখ যাতনা।
নিতান্তই নির্বোধ আমি, নগণ্য  আমি সর্বদা আঁধারে রই।
সাহিত্যিক বা কবি নই আমি, ক‍্যামনে কবি হই?

Related Articles

Back to top button