কবিতা

আত্ম পরিচয় – রবিন রায় 

আমি রঙিন হবো কেমন করে?
আমি যে রাত্রে ফোঁটা ফুল,
রঙের আশাটা বিলাসিতা আমার,
সাদা কালোতে হতে পারি না বেভুল।
এটাই তো স্বভাব আমার,
হয় রঙ নেই সাদা,
নইলে সব রঙ মিশ্রিত কালো;
তাই আমার জীবনে দুটি লগ্ন,
এক পূর্ণিমার রজতশুভ্র জ্যোৎস্না,
দ্বিতীয় নিকষ তিমির ভরা
ঘোর অমানিশা অদৃশ্য বেদনা।
মধু আছে, সুগন্ধ আছে ;
নেই খালি বর্ণের বাহার,
তাই নজর কারতে পারি না,
বিভোর করতে অক্ষম –
মায়ার জালে কারোর অন্তর।
জানি পাবো না ঠাঁই
কারো সুসজ্জিত কবরীতে,
আমার পেলেই হবে
প্রভূ চরণ ওই সিংহাসনে।
নইলে মূর্ছনায় ঝরে পরবো ধরাতলে,
লোকে মিশিয়ে দেবে ধূলিতে,
তাঁদেরই নিত্য যাতায়াতের পদ দলনে।

Related Articles

Back to top button