কবিতা

আমি নিজেই সময় – রানা জামান

সময় ফুরিয়ে যাবার শঙ্কায় কখনো দেখি না ঘড়ি

সময় স্মরণে এনে দেবে তাই তাকাই না সূর্যের দিকে
ছায়া থেকে ছায়া হয়ে থাকি ছায়াতলে প্রতিক্ষণে
আয়নার সন্মুখে দাঁড়িয়ে কখনো দেখি না চুলের রং

সময়কে জয় করার মানসে ছুটছি উর্ধশ্বাসে উদয়াস্ত
প্রবাহের অগ্রে থেকে সাঁতরে চলি সকল সমুদ্র
ক্যাক্টাস কিভাবে দেহে ধরে রাখে সময় জেনেছি আদ্যপান্ত ঘেঁটে
এক পা সন্মুখে থেকে পরিকল্পনার ছকে মেরে দেই সিল

এই ঘড়ি কাকে নিয়ন্ত্রণ করেসময়কেনা আমাকে?
সেরাতে খোয়াবে দেখি সব ঘড়ি মেরে যাচ্ছে ভেংচি!
আমি স্ট্রিংরে মাছের লেজ ধরে চলে যাই ছায়াপথে
মহাগহ্বরে গেলে কি থমকে থাকা সময় পেয়ে যাবো?

কালের মোড়কে জীবন বিভিন্ন পর্বে বিভাজিত অলংঘ্য ধারা
সময় আবর্তে শৃঙ্খলে থাকলেও জীবন যাপন রেখায়
দীপ নিভে গেলে সময়ের চাকা পড়ে মুখ থুবড়ে
আমি মানে কালআমার প্রয়াণে সময়ের নাশ ঘটে চিরতরে।

Related Articles

Back to top button