সম্পাদকীয়সাহিত্য সংবাদ
Trending

ছড়াকার ও কবি শেখ একেএম জাকারিয়ার জন্মদিন আজ

অনলাইন ডেস্ক :

শেখ একেএম জাকারিয়া, পেশাগত পরিচয়ের চেয়ে অধিক পরিচিত লেখালেখিতে।প্রকাশিত বই ছয়টি হলেও নিয়মিত গল্প, কবিতা, প্রবন্ধ লিখছেন দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকা সহ বিভিন্ন সাময়িকীতে। আজ তার জন্মদিনে মুক্তকথন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০০৮ সালে যোগদানের পর থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালেই কর্মরত আছেন শেখ একেএম জাকারিয়া। ছোটবেলা কী হতে চেয়েছিলেন এমন প্রশ্নের জবাবে বাল্যস্মৃতি রোমন্থন করে তিনি বলেন- আসলে কী জানেন বড় হতে চাইছিলাম না। ছোটই থাকতে চাইছিলাম। আমার শখ ছিল মার্বেল, ডাঙ্গুলি, বাঘাই শির্নী, ব্যাঙাব্যাঙির বিয়ে, গোল্লাছুট ষোলগুটি চেইট ইত্যাদি বিভিন্ন রকমের খেলা। যখন এগুলো বন্ধ হয়ে গেছে, তখন একটু বড় গেছি, খেলতে পারছি না কিছুতেই, তখন বড়বেলার প্রতি ঘেন্না ধরে যায়। এরপর আর ইচ্ছে হয়নি বড় হয়ে কী হবো। লেখাপড়া করেছি, করার দরকার তাই। ভাগ্যচক্রে আজ মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত আছেন তিনি এবং এ পেশায় কাটছে তার জীবনের দীর্ঘ এক যুগ।

করোনাকালে দায়িত্ব পালনে সচেষ্ট এই মেডিকেল টেকনোলজিস্ট সংগ্রহ করেন কয়েক হাজার নমুনা আর যার মধ্যে অনেক রিপোর্ট ছিল পজিটিভ। একসময় তিনি নিজেও করোনা আক্রান্ত হন এবং সুস্থ হয়ে উঠেন।

গীতিকার বাবা শেখ ওয়ারিশসহ পরিবারের সাথে সুনামগঞ্জে থাকেন জাকারিয়া।

একনজরে জাকারিয়া,

নাম (বাংলায়) : শেখ একেএম জাকারিয়া
নাম (ইংরেজি) : Sheikh Akm Jakaria
শিক্ষাগত বিবরণ : বিএসসি (সম্মান) এমএসসি (উদ্ভিদ বিজ্ঞান)

জন্ম তারিখ : ১৭ ফেব্রুয়ারি, ১৯৭৯
জন্মস্থান : ইসলামপুর (মামার বাড়ি),
দিরাই, সুনামগঞ্জ।
বর্তমান ঠিকানা : মল্লিকা- ৩ আ/এ মল্লিকপুর, সুনামগঞ্জ।
বৈবাহিক অবস্থান : বিবাহিত
পেশা : সরকারি চাকুরি
রক্তের গ্রুপ : “বি” পজেটিভ
সৃজন ক্রিয়া : লেখালেখি
প্রকাশিত গ্রন্থ : ৬টি(একক)

পুরস্কার : ২টি
১. ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মাননা স্মারক-২০১৬, মেডিকেল টেকনোলজিস্ট সম্মিলিত ফোরাম, জেলা শাখা, সুনামগঞ্জ।
২. গাঙচিল সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯
বিচারকের দায়িত্ব পালন করায় সম্মাননা স্মারক, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ, জেলা শাখা সুনামগঞ্জ।

ই-মেইল : jakaria.mitali@yahoo.com
ফেসবুক :
sheikh akm jakaria
রোমেন জাকারিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button