ছড়া

প্রিয় তমা – ফাহাদ মাহতাব

 

ওগো রুপসী প্রিয় তমা
তুমি কেনো বুঝ না-
তুমি হিনা আমি কিছু না!
তুমি যে চাঁদের জোসনা
নীল সাগরের নীল পদ্ম ঢেউ
আকাশের নীড় তৌয়ালে
আমি যে দেখেছি তোমারে।
রেখেছি বুকের মাঝের
সেই ছোট জায়গাটিতে পোষে-
কতই না আদর যত্ন দিয়ে
পোষে রেখেছি হৃদয়ের গহীনে
এক স্তব্দ নির্জন নিরিবিলি পর্সিতে
আছো মিশে বধু বেশে ~
যাবে না কখনো ছুটে!
জনম জনম থাকবে আমারি সাথী হয়ে
নিরবতার মানে শুধু নিরবতাই জানে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button