কবিতার ঝুড়িছড়া

প্রভুর দান – সৌরভ আহমেদ শ্রাবণ

ফল খেলে বল হয়
দেহ তরুতাজা,
ফল নিয়ে আজ কথা হবে
ফলের রাজ্জেরাজা ৷

কাঁঠাল খেলে জ্যোতি বাড়ে
ত্বক হয় পরিষ্কার,
আম খেলে মাংসপেশী
বৃদ্ধি হয় জ্ঞান আবার ৷

জাম খেলে রক্ত তাজা
শুনছি সবাই কয়,
কলা খেলে ওজন বাড়ে
সুন্দর দেহ হবে জয় ৷

লিচু খেলে হাড় শক্ত
চুল হয় লম্বালয়,
পেয়ারা খেলে রক্তচাপ কমে
বৃদ্ধি হয় সঞ্চলয় ৷

খেজুর হল সকল ওষুধ
সময় মত খেতে হয়,
তরুণ তরুণী বৃদ্ধ যুব
রোগ মুক্তি হবে জয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button