সাহিত্য সংবাদ
Trending

Parvej Husen Talukder: দিরাই উপজেলার সর্বকনিষ্ঠ গুগল নলেজ প‍্যানেলভুক্ত ব‍্যক্তি কবি পারভেজ।

আল জাবির আহমেদ।

বিশ্বের প্রথম সারির টেক জায়ান্ট কোম্পানি গুগলের ( Google ) সার্চ ইঞ্জিনের অনুসন্ধান ফলাফল উন্নত করার জন্য ২০১২ সালে শুরু হওয়া জ্ঞান ভান্ডারে ২০২১ সালের মাঝামাঝিতে অন্তর্ভুক্ত হোন দিরাই উপজেলার পারভেজ হুসেন তালুকদার। ( https://g.co/kgs/oRNXLn ) গুগলের এই জ্ঞান ভান্ডারের আওতায় দিরাইয়ের হাতে গুনা ৮ জন ব‍্যক্তিদের মধ্যে পারভেজ হুসেন তালুকদার সর্বকনিষ্ঠ। পারভেজ হুসেন তালুকদার ছোটবেলা থেকে সাহিত্যচর্চায় মননিবেশ করলেও দেশের বিভিন্ন পত্রিকায় উঠে আসেন ২০১৯ সালে। মাত্র ১৪ বছর বয়সে সৃজনশীলতার বহিঃপ্রকাশে উল্লেখযোগ্য কবি ও শিশুসাহিত‍্যিক হিসেবে পরিচিতি পান তিনি। বাংলাদেশের লেখক ডিরেকটরিতে পারভেজকে মূলত শিশুসাহিত‍্যিক হিসেবে উল্লেখ করা হলেও তিনি বেশি কবি হিসেবেই বেশি পরিচিত। কবি ও শিশুসাহিত‍্যিক পারভেজ হুসেন তালুকদারকে হাওর অঞ্চলের সুলতান ছড়াকার আখ্যাও প্রদান করা হয়। পারভেজ হুসেন তালুকদারের জন্ম উপজেলার জটিচর গ্রামে। পিতা আবুল কাশেম তালুকদার ও মাতা সুলতানা পারভীন। এবছর সিলেট বোর্ড থেকে এসএসসি ( ২২ ) পরিক্ষার্থী কবি পারভেজ হুসেন তালুকদারের প্রকাশিত বইগুলো হলো: মজার পড়া ছন্দ ছড়া, ছড়ার ঝলক, স্মৃতির আলপনায় কাব‍্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button