ছড়া
Trending

আঞ্চলিক ভাষার ছড়া

পারভেজ হুসেন তালুকদার।

গফুর দাদার কিচ্ছা
পারভেজ হুসেন তালুকদার

ফরতিদিনই বেয়াইল্লা বালা
গফুর দাদার গরো,
আমরা গিআ দাদারে খই
কিচ্ছা শুরু খরো।

গফুর দাদা আযাইর মানুষ
কিচ্ছা খউয়াল লাগি,
আমরা যুদি না যাই হুনাত
যাইবা বউত রাগি।

ছকির উফরে গুল্লু অইয়া
পুবের খাইঞ্চা খানো,
দাদায় বইয়া কিচ্ছা খইয়া
মন খারিলাইন জানো?

আত্তি গুরার কিচ্ছা আরো
খততা যে হঙ্গে,
কিচ্ছা খউয়ায় জোয়ানকি আইয়োয়
গফুর দাদা অঙ্গে।

শব্দার্থ: ফরতিদিনই – প্রতিদিনই। বেয়াইল্লা বালা – বিকেল বেলা। গরো – ঘরে। গিআ – গিয়ে। খই – বলি। কিচ্ছা – কাল্পনিক গল্প। খরো – করো। আযাইর মানুষ – অবসর ব‍্যাক্তি। খউয়ার লাগি – বলার জন্য। যুদি – যদি। না যাই হুনাত – শুনতে না যাই। যাইবা – যাবেন। বউত – অনেক। রাগি – রেগে। ছকির উপর – খাটের উপর। গুল্লু অইয়া – বৃত্তাকার হয়ে। পুবের খাইঞ্চা খানো – পূর্ব পাশে/কিনারার দিকে। বইয়া – বসে। কিচ্ছা খইয়া – কাল্পনিক গল্প বলে । মন – হৃদয়, অন্তঃ। খারিলাইন – কেড়ে নেন। আত্তি – হাতি। গুরা – ঘোড়া। খততা – অনেক কিছু। হঙ্গে – সঙ্গে। খউয়ায় – বলায়। জোয়ানকি – যুবকের ভাব। আইয়োয়- চলে আসে। অঙ্গে – শরীরে।

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button