সাহিত্য সংবাদ
Trending

কবি হাসান হামিদের জন্মদিন আজ

সাহিত্য ডেস্ক:

কবি ও গবেষক হাসান হামিদের জন্মদিন আজ, ১৯৮৮ সালের ২৪ অক্টোবর তিনি সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছিলেন। আলোচিত এই একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিভাগে কাজ করার পাশাপাশি দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখেন। বাংলাদেশের বাইরে তার লেখা বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের আর্টিকেল প্ল্যানেট, ফিলিপাইনের জেওডি ও বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের জার্নালে। সাহিত্যে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন দেশ পাণ্ডুলিপি পুরস্কার (২০১৮), ডায়লগইন গ্লোবাল বেঙ্গলি লিট ফেস্ট কবিতা পুরস্কার (২০২১) এবং পাললিক সৌরভ তরুণ লেখক সম্মাননা (২০২১)। প্রকাশিত বই চেহেল সেতুন, দাগাল, কালো অক্ষরের ক্লোরোফিল, অজস্র আলোর পেরেক ও জলছাপ অন্তরজলে সহ আরও অনেক। কবির জন্মদিনে মুক্তকথনের পক্ষ থেকে শুভেচ্ছা।

Related Articles

Back to top button