ফিচার
Trending

সীরাত কনফারেন্স,হামদ নাত মাহফিল ও গুনীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

আসাদ বিন সফিক, জামালগঞ্জ

গতকাল ২৩অক্টোবর রবিবার জামালগঞ্জ ফেরীঘাট সংলগ্ন মাঠে হাম্মাদ গাজীনগরী ফাউন্ডেশন জামালগঞ্জ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় সীরাত কনফারেন্স,হামদ নাত মাহফিল ও গুনীজন সম্মাননা অনুষ্ঠান। শায়খ ছিদ্দিক আহমদ’র সভাপতিত্বে সীরাত বিষয়ে আলোচনা করেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ,শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান,মুফতি রেজাউল করিম আবরার।গুনীজন সম্মাননা ও কীর্তিমান স্মারক মোড়ক উন্মোচন পর্বে আলোচনা করেন ফেনারবাক ইউপির সাত বারের সাবেক ইউপি চেয়ারম্যান বাবু করুণা সিন্ধু তালুকদার,জামালগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সফর আলী,ঢালাগাও মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল ইসলাম,শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী,জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি জনাব ওয়ালী উল্লাহ সরকার,ফেনারবাক ইউপি সচিব জনাব অজিত কুমার রায়।উপস্থিত ছিলেন সাচনা বাজার মাদরাসার নাজিমে তালীমাত মাওলানা এখলাছুর রহমান,সাচনা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা আজিজুল হক,উম্মে কুলসুম মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান,আমবাড়ী মাদরাসার শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান সাজিদ,দেউলগ্রাম মাদরাসার নাজিমে তালীমাত মাওলানা কামরুল হক,মাহমুদপুর মাদরাসার মুহতামিম মাওলানা মনিরুজ্জামান,ভীমখালী ইউপি সচিব কঙ্কন সরকার,সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ,বীর মুক্তিযোদ্ধা মদরিছ আলী,বীর মুক্তিযোদ্ধা কবীন্দ্র কুমার সরকার,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূঁইয়া,রামনগর মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা তাফাজ্জুল হক,সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আসআদ,জমিয়তে উলামায়ে ইসলাম জামালগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান,বাণীপুর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান কফিল,খাদিমুল কুরআন মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা কাউসার আহমদ,মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি তাফাজ্জুল হক,মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ শফী,বাবুপুর মাদরাসার মুহতামিম মাওলানা মোশাহিদ আহমদ।প্রোগ্রাম সম্প্রচারে উপস্থিত ছিল আনন্দ মেলা পেইজ,হরফ মিডিয়া পেইজ,সময়ের আওয়াজ পেইজ,সিলেট অনলাইন পেইজ,মাদানী মিডিয়া পেইজ।
হামদ নাত মাহফিলে উপস্থাপনা

Related Articles

Back to top button