কবিতাকবিতার ঝুড়ি

তোমার অপেক্ষা-জুনায়েদ মিয়া

আষাঢ়েতে এসেছিল সে
শ্রাবনে হলো কথা
ভাদ্র মাসের শেষ বেলাতে
হারিয়ে গেল কোথায়?
আশ্বিনে বহু খুজেছি তারে
হলো না আর পাওয়া!
কার্তিকেতে শূন্য মনে
পেলাম না তার ছোঁয়া।
অগ্রাহায়ণ গেল আশায় আশায়
পৌষ মাস আসিল ধিরে।
মাগ মাসেরি শীতের সকাল
কুয়াশায় আছে চারদিকে ঘিরে।
তুমি আসিবে বলেও
কেন আসিলে না ফিরে?
ফাগুনেরি মোহনাতে
তুমি নীল শাড়িটা পড়নেতে
ভেবেছিলাম হাটব দু জন এক সাথে
শিমুল তলার এই পথে।
মনে ছিল এত আসা
হল না পূরণ জীবন দশায়!
অপেক্ষায় কাটিল বহু দিন
বুঝেছি আর আসিবে না সে
রয়ে গেল কিছু ঋণ!
চৈত্র মাস আসিল সবে
দেখা তোমার পাইব কবে?
চলে গেলে তুমি
অপেক্ষাতে তবু আছি আমি
যদি আস ফিরে
শূন্য মনের আধার ঘরে
রাখিব খুব যত্ন করে।

Related Articles

Back to top button