মানবতার নীড়ে

বৃদ্ধাশ্রমে নয় পরিবারেই থাকি মিলেমিশে

প্রবাদ বাক্যে একটা কথা প্রচলিত রয়েছে  [যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, আর পর হইয়াছি আমি। ] আমরা যখন এই পৃথিবীতে আসি তখন আমাদের একমাত্রই আপন ছিল মা’বাবা। আমাদের লালন পালন করতে যে তারা কত ত্যাগ শিকার করেছে তা নতুন করে লিখে কাউকে ধারণা দিতে হবে না। আর সঠিক ভাবে ধারনা দেয়াও যাবে না। একজন মা আর একজন বাবাই শুধু জানে তার সন্তানের জন্য সে কতটুক ত্যাগ শিকার করেছে। তবুও কখনো বিরক্ত হয়নি সন্তানের প্রতি। যদি তখন মা-বাবা বিরক্তবোধ অনুভব করতো তাহলে মনে হয় মানব কুল এখনো পৃথিবীতে টিকে থাকতে পারতো না।

 

ওপরে বাক্যের মতোই একসময় যখন সন্তানের সবকিছু হয় তখন অনেকেই সেই মা বাবাকে আর মনে রাখেনা। শুধু কি তাই নির্যাতন করে হত্যাও করে ফেলে অনেক। আবার কেউ বৃদ্ধাশ্রম নামে পৃথিবীর নরকে পাঠিয়ে দেয়। পত্রিকার পাতায়ও মাঝে মাঝে সে-সব উঠে আসে। অথচ বাবা-মা কে সন্মান ও ভালোবাসার কথা পৃথিবীর সব ধর্মেই রয়েছে। ইসলাম ধর্মে তো বলাই হয়েছে মা বাবাই হলো সন্তানের জান্নাত ও জাহান্নাম। আবার মায়ের পায়ের নিচে জান্নাত ও বলা হয়েছে। তাই আসুন মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে একসাথে পাশাপাশি মিলেমিশে থাকি।

 

ফাহাদ

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান

মুক্তকথন কল্যান ফাউন্ডেশন

Related Articles

Back to top button