কবিতাকবিতার ঝুড়ি

পূর্ণিমার চাঁদ : সৌরভ আহমেদ শ্রাবণ

নিঝুম রজনী ডাকিয়া কহে
পূর্ণিমার চাঁদ আকাশে বহে।
তাঁরাই সাজিয়ে গহনা
নীল আকাশে রূপসী অহনা।
কালো শাড়ির আঁচল দিয়া
ঘোমটা ঢাকে রং মাখিয়া।
হাসনাহেনার সুঘ্রানে
মনমোহনী ছুটে তাহার পানে।
দুয়ার কূলে আঁখি মেলিয়া
মুগ্ধ হয়ে রই চাহিয়া
সন শুনিয়ে বায়ু বয়
যেন হৃদয় শীতল হয়।
কলকলিয়ে হাসছে পূর্ণিমার ঐ চাঁদ
পূর্ণ হল চাঁদের আলোয় তাই ভাঙ্গছে বাঁধ।
নিবু নিবু জোনাক জ্বলে
উড়ছে তারা ডানা মেলে।
চাঁদের আলোয় করছে খেলা
জোনাকি আর তাঁরার মেলা-
বিভোর হয়ে রই
আজ আকাশে পূর্ণিমার চাঁদ ঐ।
ঘর খানি মোর চাঁদের আলোয়
আঁধার রাতে লাগছে ভালোয়-
একলা ঘরে রই।
চাঁদের ঐ মিষ্টি হাসি
ঝিলিক ছড়ায় রাশি রাশি
কেমনে ঘরে রই।
উদাসীন রজনী মনপাগেলা
তাহার পানে রই একেলা।
বিভোর হয়ে রই
আজ আকাশে পূর্ণিমার চাঁদ ঐ।

Related Articles

Back to top button