কবিতা
Trending

আল জাবির আহমেদ এর কবিতা

নদীর কথা

নদীর কথা 
আল জাবির আহমেদ

এই যে নদী চলছে বেঁকে
নিজের আপন মনে
ইচ্ছে হলে জোয়ার জমায়
আবার নিরব ক্ষনে ।

দেখ না চেয়ে তারই খেলা
চলছে সদা বয়ে
বুকের মাঝে কতই তরী
রাখছে রয়ে শয়ে ।

বুক চিরে তার শতো মাঝি
ছুটছে দিকে দিকে
এতই মহান সেই নদীটি
নেস না কিছূ শিখে ।

এপার ভাঙে ওপার গড়ে
এইতো নদীর খেলা
ছোট্ট খোকার এসব ভেবে
যায় যে কেটে বেলা ।

Related Articles

Back to top button