কবিতা
Trending

বিদ্রোহী শার্দুল এর কবিতা বিজয় নিশান

বিজয় নিশান

বিজয় নিশান
বিদ্রোহী শার্দুল

১৬-ই বারো একাত্তরে,
বিজয় এলো ঘরে।
পেলাম বাংলা স্বাধীনভূমি-
লক্ষ প্রাণ ঝরে!

বাঙালী আজ বাংলা ভুলে,
ভিন্ন ভাষায় সাজে।
নিজের ভাষায় কপাল ভারি-
লজ্জা নাহি মাঝে!

বলতে বাংলা শুদ্ধরুপে,
ললাট ভিঁজে ঘামে,
তারাই আবার ইংরেজীতে-
সিদ্ধহস্ত ধামে।

মাতৃভাষা শেখার পরে,
ভিন্ন ভাষা শেখো,
দেশপ্রেমিক হয়ে প্রিয়ো-
রক্তের মান রেখো।

নয়তো এদেশ কারো দানের,
তাজা খুনে কেনা,
সেই বাঙালী ভুলেছে আজ-
বীর শহিদের দেনা।

বিজয় মাসে বিজয়ী বাঙাল,
অঙ্গিকার করো,
বাংলা ভাষা সবার আগে-
বাংলা সেবা ধরো।

তবেই আসল বিজয় নিশান,
উড়বে বাংলা নীলে।
শান্তি পাবে ভাষা প্রেমিক-
বাংলা বসাও দিলে।

Related Articles

Back to top button