কবিতা
Trending

ফাহিমা জাহান ঝর্ণার কবিতা বড় ভাই

বড় ভাই

বড় ভাই
ফাহিমা জাহান ঝর্না

বড়ো ভাইরা যে সংসারে
বৃক্ষ রূপে থাকে,
তপ্ত রোদে শীতল ছায়া
আনে জীবন বাকে।

বড়ো ভাইরা কঠুর শ্রমে
সংসারে দেয় আলো,
ওহে আমার মহান মালিক
রেখো তাদের ভালো।

ভাই -বোনেদের শতো চাওয়া
বড়ো ভাইদের কাছে,
পূরণ করতে যতো কষ্ট
সহ্য করে পাছে।

বড়ো ভাইয়ের শ্রদ্ধা রেখো
ছোটো ভাই-বোন মনে,
অসীম শান্তি পাবে দেখো
যা নাহি রে ধনে।

Related Articles

Back to top button