কবিতা
Trending

কিছু কল্পণা

আল জাবির আহমেদ

কিছু কল্পণা
আল জাবির আহমেদ

কিছু কল্পণা জাগিয়া রয়
ফুল পাখিরার মতো
অবিরত প্রেম জাগ্রত সদা
বয়ে যায় ক্রমাগত ।

অমনি আশা ভাঙিতো কি মোর
যতনে গড়েছি যেথা
নির্মম কি নয় নিরাময় হবার
যাবে কি সবই বৃথা

গগনে গগনে ফুলে ফুলে থাকো
আঁকো স্বপ্নের ভূমি
এঁকে এঁকে মুছো নতুনে গুজো
রঙ্গসালায় তুমি ।

রঙ পরী তোর রঙের ঝলক
দেখতে দারুন বেশ
কতজন রোজ বিমোহিত প্রায়
পুরে পুরে হয় শেষ।

 

 

 

Related Articles

Back to top button