কবিতা
Trending

পারভেজ হুসেন তালুকদারের ‘অপূর্ণতার পরিণাম’

অপূর্ণতার পরিণাম 
পারভেজ হুসেন তালুকদার

সেদিন সে ক্ষণে, সূর্যের লাল আলোক
অভাস দিচ্ছিল সূর্যাস্তের
গর্জিত সাগরের উত্তাল ঢেউও লাল মেখেছিল 
বিশালাকার ধারণ করে ধুমড়ে পরছিল বারবার,
আমরা হাঁটছিলাম সমুদ্রতটে।

ভেজা বালিকণাবিস্তৃত পথে,
সুশীতল বাতাসের দাপটে সবকিছুই শীতল 
কিন্তু তোমার আমার হস্তের একত্রতায়
যে উষ্ণতার উন্মাদনা, সুশীতলতাও নিজেকে 
গুটিয়ে নিয়েছিল। 

গভীর চাহনির গভীরে, তোমার চোখে যেন 
আরেকটি জগত, কল্পনায় সে জগত জানি
সবচে সুখের, আনন্দের, ভালোবাসার, প্রেমের। 
যে জগতের যৌবনের ঢেউ, উচ্ছাসে 
হার মেনেছিল সমুদ্রের উত্তলতা।

কিন্তু আজ, সেদিনের সে সাগরও শান্ত 
উত্তাল ঢেউ নেই, নেই ধুমড়ে পরার গর্জন 
আমার হাত শক্ত করে ধরাও কেউ নেই
শুধু আছে এই সাগর পাড়ের ভেজা বালিকণা
আছে ওই সূর্য, সেও আজ অস্তের নেশায় মত্ত।

অবশেষে তাই হলো, যা ছিলো অপ্রত্যাশিত 
এক উত্তাল ঢেউ গর্জনহীন সমুদ্রের মত
এক জীর্ণশীর্ণ সূর্যাস্তের মত, আমার হলো প্রেমাস্ত 
প্রেম আর জীবনের সম্পর্কের গভীরতা
কোথাও হার মানেনি কখনোই, আর তাই 
আমার হলো অপূর্ণতার পরিণাম, এক ব‍্যর্থ জীবনাস্ত।

Related Articles

Back to top button