কবিতাকবিতার ঝুড়ি

কবি অধরা আলোর লেখা : স্বাধীনতা

স্বাধীনতা,
তুমি এিশ লক্ষ শহিদের রক্তে গাঁথা
লাল সবুজের পতাকা।

স্বাধীনতা,
তুমি কচুরিপানার স্তুুপে পড়ে থাকা লাশের সারির
তুমি সম্ভ্রম হারানো মা বোনের অভিশপ্ত
দীর্ঘ শ্বাসের অর্জিত রজনী।

স্বাধীনতা,
তুমি পরাধীনতার শীকল বন্ধী,
বাকরুদ্ধ মানুষের হুংকারের প্রতিবাদী ভাষা!

স্বাধীনতা
তুমি দিয়েছো যতটা উল্লাস, নিয়েছো ততটাই কেড়ে
করেছো নিশ্বঃ!
প্রিয়জন হারানোর যন্ত্রণা দিয়েছো চিরতরে।

স্বাধীনতা,
তুমি নতুন প্রজন্মের বীজয়ের বারতা মুক্তির নিশান
বাঙালির অহংকার।

স্বাধীনতা,
তুমি শিল্পির তুলিতে আকাঁ রক্তাক্ত ইতিহাস,
তুলির খোঁচায় অসংখ্য মৃত দেহের খন্ডিত
লাশের অম্লান প্রতিচছবির ধারক বাহক।

স্বাধীনতা,
তুমি অসংখ্য ত্যাগের বিনিময়ে অর্জিত পূর্ব আকাশে সোনালী সূর্য উঠা একটি রঙিন প্রভাত।
রক্তের গঙ্গায় বয়ে যাওয়া সবুজের মাঝে সোনার বাংলা গড়ার দীপ্তিময় অঙ্গীকার।
আজ তাই স্বাধীন সোনার বাংলাদেশ আমার জন্মভূমি সে-তো আমার আহংকার।

Related Articles

Back to top button