ছড়া

আওলাদ হোসাইন সজীবের দুইটি লেখা

মুক্তকথন

ব্যর্থ স্বাধীন স্বদেশ

অত্যাচারের বিরুদ্ধে গান
বিদ্রোহীগণ গায়,
পরাধীন সুর শঙ্কাতে প্রাণ
অগ্নির রূপে ধায়।

মৃত্যুদৃষ্টি দর্শন ভুলে
বীর যে শহীদ হয়,
স্বাধীন দেশের অর্জন মূলে
মৃত্যুতে নেই ভয়।

লক্ষ বীরের প্রাণের মূল্যে
স্বাধীন স্বদেশ হয়,
আজ যে স্বাধীন অতীত তূল্যে
অধিক বিষাদ-ময়।

দুর্নীতি আর মিথ্যাচারের
হচ্ছে সর্বে জয়,
আমজনতার হৃদ-মাঝারের
দুখ প্রকাশের ভয়।

মুক্ত কণ্ঠ, মুক্ত চেতন
বন্ধ পূর্ব ন্যায়,
নিরর্থক কী বিজয় কেতন?
ব্যর্থ রুধির ব্যায়!

 

স্বাধীনতার ত্রাসন

 

বঙ্গবুকে থাকব সুখে
প্রাণচঞ্চল হাসি মুখে
স্বপ্নীল আশা মনে,
কালবৈশাখী ঝড়ের বেগে
পাকবাহিনী আসলে রেগে
বঙ্গ যুঝে রণে।

পঁচিশে মার্চ কালো রাতে
উৎপীড়কের নিঠুর হাতে
বঙ্গে চলে ত্রাসন,
ভুজঙ্গিনীর বেশ ধরিয়া
মাতঙ্গিনীর নাচ করিয়া
পাক শাসকের শাসন।

ছাব্বিশে মার্চ ডাক আসিলো
জিয়ার কণ্ঠে প্রাণ হাসিলো
স্বাধীনতার বাঁকে,
বীরবাঙালী অস্ত্র ধরে
কেউবা নিজকে বন্দী করে
সুখের নায়ে থাকে।

সেসব কথা পুরান আজি
সংরক্ষণে আছে পাঁজি
বঙ্গ ছিলো দুখি,
আজকে কি হায় স্বাধীন দেশে!
স্বাধীনতার লক্ষ্যের রেশে
হয়েছি কি সুখী?

Related Articles

Back to top button