কবিতা
Trending

স্বার্থের সইয়আম- আওলাদ হোসাইন সজীব

রমজানের পবিত্রতা রক্ষা করুন

স্বার্থের সিয়াম

আওলাদ হোসাইন সজীব

লিখবো কি আজ? হৃদয়ের ভাঁজ
ছলের জ্বালায় কাঁদে,
স্বার্থের কামে স্রষ্টার নামে
মিথ্যা ঈমান বাঁধে।

সিয়াম পালন সালাত লালন
করছে যে হায় সবি!
অন্তর মাঝে ভ্রষ্টের সাজে
অঙ্কিত পাপ ছবি।

মিথ্যা কথার খই ফুটে যার
সিয়াম ধারণ মুখে,
সালাত লালন সিজদাতে মন
লোক দেখানোয় ঝুঁকে।

ছল অভিনয় মিথ্যা বিনয়
দেখছি স্বার্থ মূলে,
মুখোশ ধোঁকায় পরকে ঠকায়
বিধাতার ভয় ভুলে।

ভুলের যাত্রা পাপের মাত্রা
বাড়ায় জীবন জুড়ে,
রমজান মাসে পুণ্যের চাষে
স্বার্থটা থাক দূরে।

বলছি মুমিন সততার দ্বীন
অন্তর মাঝে ধরো,
নয়তো স্রষ্টা সর্ব-দ্রষ্টা
শাস্তি দিবেন বড়ো।

Related Articles

Back to top button