কবিতা
Trending

সৌরভ আহমেদ শ্রাবন এর –লুপ্ত স্বাধীন

লুপ্ত স্বাধীন
সৌরভ আহমেদ শ্রাবন

আজিকে তোমায় আহ্বান করেছি মনে-প্রাণে,
লুপ্ত স্বাধীন আসুক ফিরে রক্ত ঝরুক ময়দানে!
বিশ্বের বুকে ফুটুক আবার,তোমরা নব ফুলকলি,
ভয়কে প্রাণে হরণ করে জাগায় মোরা বুলবুলি।

ঘুমিয়ে নয় অলসতা নয় জেগে উঠো মরণে ,
কা-পুরুষেই ভয় পেয়ে যায় বুক বাঁধে পাষাণে ।
তোমার গায়ে বীর-পুরুষের রক্ত আছে ছড়িয়ে,
ঘুমিয়ে নয় আনতে হবে সব অধিকার ফিরিয়ে।
কেমন করেই মুখে রোচে বীরাঙ্গনার দুগ্ধ পান,
কু-সন্তান পরিচয়ে সতীত্ব করো যাও বলিদান।

মরনের ভয়ে আর কতকাল রাখবে ঢেকে সবি,
রাতের শেষে প্রভাত এসে উঠেই সোনালী রবি।
বীরপুরুষ আর বীরাঙ্গনার গল্প শুনো বারেবার,
মরণ নিয়ে খেলা করেছে মানে-নি কখনো হার।
তাদের রক্ত শিরায় বহে তবু শীতল গায়ে চল ,
সব জ্বালাতন সহে আজিকে,কা-পুরুষের দল।

মরনের ভয়ে মরেছে আজিকে তোমাদের প্রাণ,
মরেনি প্রাণ তাই পেয়েছ জীবন ভরে অসম্মান।
বিশ্বের বুকে হলে না তাইতো আলো-ময় প্রদীপ,
জীবনের মায়া’বসে আছি আমিও’হলাম অতীব।
তাইতো নেমেছে আধার ডেকে গেছে সকল পথ,
কি হবে আর বেলা শেষে হও যদি সবে একমত।

এখনও সময় আছে আজো ফের ঘুরে দাঁড়াবার,
প্রাণের সাহসে রণ সঙ্গীতে জেগে ওঠো আবার ।
লুপ্ত স্বাধীন ফিরবে আবার ঘরে-ঘরে মনে-মনে ,
স্বাধীন বিদ্বেষী’রা পালাবে,আসবে সুখ বৃন্দাবনে।

Related Articles

Back to top button