কবিতাগুচ্ছ কবিতা

কাকের ডাক – মনির সরদার

কাকের বাসায় ঢিল ছুড়ছে মানুষ জাতি বড়ই পাপি
কাক এসে কা কা করছে তাদের হয়েছে বড় ক্ষতি।

আমরা হলাম মানুষ জাতি পাপে জীবন ভরা
সুখের ঘর আগুন দিয়ে নিজেই আমরা পাপের বুঝায় মরি।

কি অপরাধ সভ্যসমাজে কাকের বাসায় ঢিল
কাক যে জানে কা কা করতে কাক জাতির মুখে খিল।

বাড়ির পাশে গাছের উপরে কাকের সাজানো ছোট্ট বাসা
কোনোরকম বেঁচে আছে কাকের ঐ জাতি।

অযৌক্তিক মানুষের আচরণে কাক বড়ই কষ্ট পায়
কাকের ডাকে কিছু মানুষ অশান্তিতে মারছে গায়ে ঢিল।

সভ্যসমাজে সিদ্ধান্ত নিতে করছে মানুষ ভুল
তাইতো গাছের ডালে কাক বসে দিচ্ছে মানববন্ধনের ডাক।

অসভ্য মানুষের অত্যাচারে কাকের চোখে জল
কাক ডাকে দ্রুত এই হামলার সুস্থ বিচার চাই!!!

Related Articles

Back to top button