ছড়া

তুমি’ই শ্রেষ্ঠ কবি – আওলাদ হোসাইন সজীব 

তুমি বিদ্রোহী তুমি নটরাজ
উন্নত মম শির,
তুমি উল্কার ন্যায়ে ধরো সাজ
জুলুমে ধরিয়ে চিড়।
তুমি ললনার হৃদে প্রেম চষি
প্রণয়ের সেরা সুখ,
তুমিই মোদের বিজয়ের শশী
উচ্ছল সেই মুখ।
তুমি যে শ্রেষ্ঠ এ ধরিত্রীর
হুংকার কিবা প্রেমে,
তুমি বাংলার উন্নত শির
আছ লাখো হৃদ ফ্রেমে।
তুমি নেই আজ এই ধরাধামে
আঁধার কাটানো ধূপে,
তোমার কাব্য আছে হৃদ-খামে
বাণী-সুধা ভরা কূপে।
তুমি আছ ভবে চির অম্লান
স্মরণে বরণে প্রাণে,
কাজী নজরুল মানে সম্মান
ছন্দ কাব্য গানে।
তুমি আছ জানি স্বর্গের নীড়ে
প্রভুর কৃপার সনে,
তবু দোয়া করে তোমাকেই ঘিরে
হাজারো পুণ্য মনে।

Related Articles

Back to top button