গল্প

ফাঁকিবাজ দীনকান্ত – শুভজ্যোতি মন্ডল মানিক

তিন পুরুষের পেশা হওয়ায় সহজসাধ্য নয় ছেড়ে দেয়া।বংশ পরম্পরায় মানুষের বাড়ি বাড়ি শ্রম বেচে সংসার চলান দীনকান্ত।বয়সের ভারে নুইয়ে পড়লেও দিন চুক্তিতে এখনো মানুষের বাড়ি বাড়ি  কামলা দিতে যান।কাজ কর্ম এখন আর তেমন একটা না পারলেও ঠাটবাট দেখলে মনে হবে মাথার শ্রমিক।কাজের থেকে বাহানা বেশী, ফাঁকি বাজি চিন্তা চেতনা লোকটার মাথার মধ্যে সর্বদা ঘুরপাক খায়।একটু কাজ করতে না করতেই হাঁপিয়ে ওঠেন,কাজ শুরু করতে না করতেই টাকার হিসাব নিকাশটা মনে মনে করে ফেলেন।যে বয়স থেকে মানুষের বাড়ীতে কাজ শুরু করেছিলেন তখন থেকেই মনিবকে কি করে ফাঁকি দেয়া যায় সে বিদ্যাটা রপ্ত করেছেন দীনকান্ত।দু’দিনের কাজ কি করে দিন বাড়িয়ে তিন দিনে পরিনত করে পয়সা হাতানো যায় এ ব্যাপারটা ভালোই জানেন।ফাঁকিবাজি পন্থা ছাড়াও দীনকান্তের হাত টানের অভ্যেস রয়েছে বলে লোকমুখে শোনা যায়।মানুষের বাড়িতে কাজ করতে গিয়ে কলা-কচু ছাড়াও মূল্যবান জিনিসপত্র চুরি করা একপ্রকার অভ্যাসে পরিনত হয়েছে তার।আশেপাশের বাড়ি থেকে সবজি বিক্রি করতে দিলে বাজার দর মোতাবেক হিসেব বুঝিয়ে না দিয়ে কিভাবে পয়সা ঝাড়তে হয় এ বিষয়টা ভালোই বোঝেন দীনকান্ত।ঘন্টা চুক্তি কাজ করতে গেলে কীভাবে সময় নষ্ট করা যায় সে বিষয়টা খেয়াল রেখে ঘন্টা গুনতে থাকেন।সঠিক সময়ে কাজে না এসে মালিককে সময় বাড়িয়ে বলা,তামাক খাওয়ার বাহানায় আধঘন্টা পরপর দশ পনেরো মিনিট করে বিশ্রামের পথ খোঁজা;একসঙ্গে যারা কাজ করেন তাদের ও ফাঁকিবাজি পন্থা শিখানোর পাশাপাশি ফাঁকি দেওয়ার সুযোগ করে দেয়ার কাজটাও মনিবের অজান্তেই করে থাকেন।দীনকান্তরা দিনের পর দিন মালিক ভুল বুঝিয়ে অর্থের শ্রাদ্ধ করাচ্ছেন।একবার পাশের গ্রামে তিনমাসের চুক্তিতে ধানের সিজনে কাজ করতে যান,কাজ শেষে মনিবের পক্ষ থেকে দশ মণ ধান দেওয়ার কথা ছিলো।ক্ষেতে দিনভর ধান কেটে রোদে শুকিয়ে পরবর্তীতে আঁটি বেঁধে লোকজন নিয়ে ধান তোলার পরামর্শ দীনকান্তই দিয়েছে মুনিবকে।পরামর্শ মোতাবেক লোকজন নিয়ে উঠোনে ধান তোলার কাজ শুরু করেন।সন্ধ্যাবেলা একদিন একরাতের জন্য বাড়িতে থাকার অনুমতি নিয়ে বাড়িতে আসেন দীনকান্ত।রাতের বেলা মনিবের ক্ষেতে কেটে রাখা ধানের গোছা আঁটি বেঁধে বেঁধে বাড়িতে নিয়ে আসেন।ধানের সিজনে এমন করেই দীনকান্ত বাড়ীতে ধানের পালা দেন,অথচ নিজের তেমন কোন জমিজমা নেই।দীনকান্তরা যুগের পর যুগ মনিবকে ঠকিয়ে সুখের আশায় দিন গুনলেও কামলা তকমা ঘোঁচাতে পারেন না।

Related Articles

Back to top button