কবিতা

দু’দেহে এক মন ছিলো – মনির সরদার

দুই দেহে এক মন ছিলো
সেই মনে ভালোবাসার কথা ছিলো
বিয়ের পরে দু’জন মিলে
বাঁধবো নতুন একটা প্রেমের ঘর।

যতদিন থাকবো বাঁচিয়া
তুমি -আমি দুঃখ সুখের সঙ্গী হইয়া
সেই ঘরে থাকিবো আমরা
দুজন প্রাণের স্পন্দন।

তুমি কেমন করে হইলি
আমার দেহের পর
পরাণের প্রিয়তমা আমার বৌ।

কোথায় রইলো তোমার ভালোবাসা
কোথায় মায়ার বন্ধন
আজ তো কিছুই রইলো না
আমাকে সহজ সরল পাইয়া
কইরা গেলা ছলা কলা পরাণের বৌ।

আমার মন নিয়া করিলি খেলা
কি দোষ ছিলো আমার
একবার বলে গেলে না সোনার বৌ।

একবারও কি আমার জন্য কাঁদে না
তোমার অন্তর বৌ
হঠাৎ করে হইলি আমার পর
মন পিঞ্জরের রাখলে না খবর।

Related Articles

Back to top button