ছড়া

মুসলিম হলো বীরের জাতি – ইসমাইল হোসেন ইফতি

 

মরছে মানুষ ফিলিস্তিনে
বাড়ছে করুণ দৃশ্য
দর্শক হয়ে মরণ খেলা
দেখছে পুরো বিশ্ব।

মুসলিমকে আজ নিঃস্ব করতে
করে যাচ্ছে পায়তারা
মুসলিমদের এই রক্ত দিয়ে
হলি খেলতে চায় তারা।

মুসলিম হলো বীরের জাতি
শক্তি হলো ঈমানের
ভয় করেনা বুলেট বোমা
ভয় করেনা কামানের।

Related Articles

Check Also
Close
Back to top button