কবিতাকবিতার ঝুড়ি

মানুষের স্বভাব – সৌরভ আহমেদ শ্রাবণ

সুখে থাকার জন্যে মোরা
করছি কতই না কিছু
লজ্জা শরমে মাথা খেয়ে
হাঁটছি শুধুই উঁচু-নিচু।

হালাল হারামও খুঁজি না
কাছে পেলে ছাড়ি না
লোকে-মন্দ যে যাই বলুক-
আমি কিন্তু অসৎ না।
একটি টাকাও খাইনি ঘুষ
থাকি সদায় বেহুঁশ
পাশের বাড়ির লাল্টু মিয়া-
করছে সে,সব দোষ।

সে আমারে বলছে সেদিন
টাকার হিসাব কষে
এই ফাইলের ওই কিনারে-
যদিও স্বাক্ষর বসে।
আপন ঘরে লক্ষ্য টাকার
হিসাব যাবে চলে
সেই কথাটি শুনে এইবার-
হৃদয়টা গেল গলে।

আমি অবলা তার কথাতে-
দিয়েছি একটু সাই
তবুও আমায় লোকে বলে
অনিয়ম অসৎ হায় ।
স্বভাবটা না একটু কাড়াপ
তাতে বলুন হলো কি?
মাসে-মাসে দান করে যায়
দেই না কোন ফাঁকি ‌।

স্বার্থের সুতায় টান পরলে
আপনাকেও করি খুন
তেলের মাথায় তেল দেয়
এটাই তো ভালো গুণ।

Related Articles

Back to top button